কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে চকরিয়া উপজেলা দল। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে চকরিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে সীমান্ত উপজেলা টেকনাফ।
চকরিয়া এই টুর্নামেন্টের ৪ বারের চ্যাম্পিয়ন। অন্যদিকে টেকনাফও দেশি-বিদেশি তারকাদের নিয়ে শক্তিশালী দল সাজায়। খেলার আগে থেকেই হাজারো দর্শক এই ম্যাচের অপেক্ষায় ছিলেন। বেশিরভাগ সমর্থক চকরিয়াকে এগিয়ে রাখলেও খেলা শুরু হতেই বদলে যায় চিত্র। চকরিয়া নামেন তারকা খেলোয়াড়বিহীন দলে, বিপরীতে টেকনাফ মাঠে নামে ৩ বিদেশি খেলোয়াড় নিয়ে।
প্রথমার্ধে টেকনাফ একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। চকরিয়াও গোলের চেষ্টা চালিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার ৪৯ মিনিটে টেকনাফের ইফতি দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন। এরপর অধিনায়ক জাহাঙ্গীর অন্তত ৫ বার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন।
খেলার ৬৫ মিনিটে বল দখলকে কেন্দ্র করে টেকনাফের বিদেশি খেলোয়াড় নানা ও চকরিয়ার ইতুর মধ্যে সংঘর্ষ হয়। এতে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ১০ মিনিট খেলা বন্ধ থাকে। পরে রেফারি ছৈয়দ করিম দুই খেলোয়াড়কেই লাল কার্ড দেখান।
শেষ পর্যন্ত অভিজ্ঞ ফরোয়ার্ডের অভাবে চকরিয়া গোল শোধ করতে ব্যর্থ হয়। অন্যদিকে টেকনাফের বিদেশি তিন খেলোয়াড় রক্ষণভাগে বলয় তৈরি করে চকরিয়ার আক্রমণ প্রতিহত করেন। রেফারির শেষ বাঁশিতে ১-০ গোলের জয়ে উল্লাসে মেতে ওঠে টেকনাফ শিবির।
ম্যাচসেরা নির্বাচিত হন টেকনাফের মিডফিল্ডার কায়সার। তাঁকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো. আলাউদ্দিন, টেকনিক্যাল কমিটির ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইডেল, আফসার উদ্দিন, খোরশেদ আলম, সরওয়ার রোমন, মাসুদ আলম ও মুহাম্মদ হোসাইন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় টুর্নামেন্টের আরেক শক্তিশালী মহেশখালী উপজেলা দল মুখোমুখি হবে নবাগত ঈদগাঁও উপজেলার।