চট্টগ্রামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার -১৮ জুলাই সকাল সতটায় জেলা প্রশাসন এর উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় প্রতীকী ম্যারাথন।
প্রতীকী ম্যারাথনে সাধারন শিক্ষার্থী, জুলাই আন্দোলনে আহত যোদ্ধাবৃন্দ, ক্রীড়াবিদ, যুব সমাজ, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রতীকী ম্যারাথনের উদ্বোধনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।
প্রতীকী ম্যারাথনে সাধারন শিক্ষার্থী, জুলাই আন্দোলনে আহত যোদ্ধাবৃন্দ, ক্রীড়াবিদ, যুব সমাজ, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম ম্যারাথনে বিজয়ীদের পুরস্কার প্রদানসহ অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন জেলা প্রশাসক। পুরস্কার বিতরন অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করে তাঁদের ত্যাগ ও সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী এবং সফলভাবে ম্যারাথন সম্পন্নকারী সকলকেই মেডেল ও সনদ প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপপরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(এল এ), অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, জেলা ক্রীড়া অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারীরা উপস্থিত ছিলেন ।