চট্টগ্রাম শিক্ষাবোর্ডে দুদকের অভিযান

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:

ফলাফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে দুদকে কর্মকর্তারা নগরীর মুরাদপুর এলাকায় শিক্ষাবোর্ড কার্যালয়ে যান।

রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা সাড়ে ১২টা) দুদকের কর্মকর্তারা শিক্ষাবোর্ডে অবস্থান করছেন। তারা ফলাফল জালিয়াতির অভিযোগ নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকসহ বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন নথি পর্যালোচনা করছেন।

দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ জানান, ‘ফলাফল জালিয়াতির অভিযোগে অভিযান পরিচালিত হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’