নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমান সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করেছে এনএসআই ও কাস্টমস কর্তৃক।
শুক্রবার-১৮ জুলাই রাত সাড়ে ৯টায় দুবাই থেকে আসা এ ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটের তিনজন যাত্রীর কাছ থেকে ৫৭০ কার্টুন সিগারেট ও ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ৯টায় দুবাই থেকে আসা এ ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটের তিনজন যাত্রীর ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমস এর গ্রীন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় সন্দেহজনক মনে হওয়ায় তল্লাসী করে ৫৭০ কার্টুন বিদেশি সিগারেট এবং আই ফোন, গুগর পিক্সেল ও স্যামসাং এর ৩০ টি মোবাইল ফোন উদ্ধার করে বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়। এতে সরকারের রজস্ব আয় হয় ৫৯ লাখ ৯৫হাজার টাকা।
জনসংযোগ কর্মকর্তা জানান, আমদানি নিষিদ্ধ পন্য হওয়ায় সিগারেট এবং ব্যাগেজ রুলসের অতিরিক্ত হওয়ায় মোবাইল ফোনগুলো জব্দ করা হয়। তবে যাত্রী তিনজনকে পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় মামলার আশ্রয় নেয়া হবে মর্মে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
হয়রানি, সোনা ও অবৈধ দ্রব্যাদি চোরাচালান এবং রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি রোধে শাহ-আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ পূর্বের যেকোনো সময়ের তুলনায় অধিকতর সতর্ক এবং এ নজরদারি ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান, জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।