নিজস্ব প্রতিবেদক :
প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা -কেইপিজেডের একটি ফোম কারখানার আগুন।
শুক্রবার বেলা আড়াইটার দিকে কেইপিজেডের ভেতরে জ্যান্ট এক্সেসরিজ নামের ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও নৌবাহিনী যৌথভাবে প্রায় দেড় ঘন্টা চেষ্টা পর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, বেলা ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়ে। পরে আরও পাঁচটি ইউনিটের সাথে আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয় বাংলাদেশ নৌবাহিনীও।
কেইপিজেডের নির্বাহী পরিচালক-জিএম মশিউদ্দিন বিন মিসবাহ কারখানায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে পরে বিস্তারিত জানানো হবে।