নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন ১৪ মে ১৪ মে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠান।
এতে যোগ দিবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সমাবর্তন অনুষ্ঠানে সম্মান সুচক ‘ডি.লিট’ ডিগ্রিতে ভূষিত করা হবে প্রধান উপদেষ্টাকে। পরিয়ে দেয়া হবে উত্তোরীয়, দেয়া হবে সনদসহ সম্মাননা পদক।
৫ম এই সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসাবে বক্তব্য রাখবেন নোবেল বিজয়ী শিক্ষাবিদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, বিদ্যুত ও খনিজ উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানসহ আমন্ত্রিত অথিতিরা উপস্থিত থাকবেন। সমাবর্তন অনুষ্ঠানে পিএইচডি, এমফিল ডিগ্রীধারী সহ ২২হাজার ৫৮৬শিক্ষার্থীকে ডিগ্রী প্রদান করা হবে।
দুপুরে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত ৫ম সমার্বতন কমিটির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও ৫ম সমাবর্তন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. এনায়েত উল্ল্যা পাটোয়ারী। এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বুধবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে এই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দীর্ঘ সাড়ে ১৪ বছর পর সমাবর্তন অনুষ্ঠানকে উৎসবমূখর করতে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।