নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর গেইটে সিএন্ডএফ এজেন্ট সিবা কার্গো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর অনুকূলে অন চেসিস কন্টেইনার পাচারের সময় এক জনকে আটক করেছে বন্দর নিরাপত্তা কর্মী।
দুপুরে ডকুমেন্ট জালিয়াতি করে গেইট পাশ সংগ্রহকালে সহকারী জেটি সরকার মো. আরিফুল ইসলামকে আটক করা হয়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা বিভাগের বিশেষ তৎপরতায় ঘটনাস্থলেই আরিফিকে আটক করার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় সোপর্দ করা হয়।
কর্তৃপক্ক জানায়, চুরি প্রতিরোধে বর্তমানে বন্দরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান রয়েছে। এছাড়া চবক এর সার্বিক নিরাপত্তা রক্ষার্থে বর্তমানে বন্দরের নিজস্ব নিরাপত্তা সদস্য ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে। এছাড়াও এনএসআই, ডিজিএফআই ও নৌ-গোয়েন্দারা বন্দরের সার্বক্ষনিক নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে বলেও জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-চবক।