চট্টগ্রাম সংবাদদাতা :
ম্যানুয়ালের পরিবর্তে অবশেষে চট্টগ্রাম বন্দরে চালু হলো অত্যাধুনিক অনলাইন গেট পাস সিস্টেম।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরে এ অত্যাধুনিক অনলাইন গেট পাস ইস্যু করার কার্যক্রম উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান।
বন্দর কর্তৃপক্ষ জানায়, অনলাইন গেট পাস চালু করার কারণে বন্দরের সংরক্ষিত এলাকায় দেশের প্রধান সমুদ্র বন্দরের অভ্যন্তরে প্রবেশের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান গাড়ির চালকেরা মোবাইল অ্যাপসের মাধ্যমে আগেভাগে গেট পাস নিয়ে সরাসরি বন্দরে প্রবেশ করতে পারবেন।
প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ হাজার গাড়ি প্রবেশ করে বন্দরে। প্রতিটি গাড়িকেই গেট পাস সংগ্রহ করে বন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে হয়। তাই এ সিস্টেম বন্দর এলাকায় যানজট কমার পাশাপাশি আর্থিক ও সময় অপচয় রোধ করবে এবং পুরো বন্দরের কার্যক্রমকে গতিশীল করবে বলেও জানায় বন্দর কর্তৃপক্ষ।