আমিরুল ইসলাম রাশেদ, পেকুয়া।
চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হলেন পেকুয়ার সন্তান শাহেদ হোছাইন বাবু।
তিনি চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এর ব্যাবসায় প্রশাসন অনুষদের (বিবিএ) ৪র্থ বর্ষের ছাত্র এবং পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মৃত মাষ্টার নুরুল ইসলামের ছেলে।
রবিবার (২৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদল কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আরিফুল ইসলাম হৃদয়কে সভাপতি ও তৌবিন মোহাম্মদ ইমরানকে সাধারণ সম্পাদক এবং শাহেদ হোছাইন বাবুকে সিনিয়র সহ-সভাপতিসহ ১৩ জনের কমিটি অনুমোদন দেওয়া হয়।
পেকুয়ার সন্তান শাহেদ হোছাইন বাবু বলেন, আমাকে চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি’-র ছাত্রদলে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমার উপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব।
উল্লেখঃ আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।