চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ১১ জন মাইক্রোবাসের যাত্রী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায়  দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিশুসহ ১১জন মাইক্রোবাসের যাত্রী হত্যা মামলার প্রধান আসামী সেই ঘাতক বাস চালককে গ্রেফতার করেছে র‌্যাব।

 

রবিবার ( ০৬ জুলাই ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মিরপুর এলাকা থেকে মো. সোহেল তালুকদার নামের এই ঘাতককে গ্রেফতার করা হয়।

 

র‌্যাব জানায়, মামলার অজ্ঞাতনামা ঘাতক চালক’কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখার এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ৬ জুলাই সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মহানগরীর মিরপুর আনসার ক্যাম্প এলাকায় র‌্যাব-৭ এবং র‌্যাব ০৪ এর যৌথ অভিযানে ঢাকার দক্ষিণখাঁন এলাকার মো. হানিফের ছেলে আসামী মো. সোহেল তালুকদার (২৭)কে গ্রেফকার করা হয়।