নিজস্ব প্রতিবেদক :
দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে কুকুরের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (৫ জানুয়ারী) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক কিন্তু প্রতিরোধযোগ্য রোগ। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরিকল্পিতভাবে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে কুকুরের কামড়ে জলাতঙ্ক সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিটি মেয়র।
তিনি আরো বলেন, চলতি বছরে নগরীর ৪১টি ওয়ার্ডে প্রশিক্ষিত টিমের মাধ্যমে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে পর্যায়ক্রমে মোট ১৫ হাজার কুকুরকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।












