নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে পৃথক তিনটি অভিযানে ভূজপুর থানার হত্যা মামলার মো. লোকমান (৫০, হাটহাজারী থানার মাদক মামলার মো. লিটন (৩৫) ও মহানগরের পাঁচলাইশ থানার এসিড নিক্ষেপ মামলার রুপন কর্মকার (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব। তারা তিন জনই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
২৫ এপ্রিল রবিবার বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ২৫ এপ্রিল চট্টগ্রাম জেলার ভূজপুর এবং হাটহাজারী থানা এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে হত্যা, মাদক ও এসিড নিক্ষেপ মামলার ওয়ারেন্টভুক্ত তিন জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে ফটিকছড়ি থানার হত্যা মামলার আসামী লোকমান (৫০)কে প্রায় ৩৪ বছর পলাতক থাকার পর ২৫ এপ্রিল রাত ৩ টায় ভূজপুরের হারুয়ালছড়ি এলাকা থেকে, হাটহাজারী থানার মাদক মামলার আসামী মো. লিটন (৩৫)কে বিকেল সাড়ে চারটায় ফটিকাস্থ প্যারেন্টস ফিলিং স্টেশন এন্ড সার্ভিসিং সেন্টার এলাকা থেকে এবং মাহনগরীর পাঁচলাইশ থানার এসিড অপরাধ দমন মামলার আসামী রুপন কর্মকার প্রকাশ অভি বড়ুয়া (৩৫)কে প্রায় ৭ বছর পলাতক থাকার পর রাত সাড়ে ৯টায় হাটহাজারীর ট্যানারী বটতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।