নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাতে ফৌজদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আব্দুর রবের ছেলে শাহারিয়ার আজিজ অনিক (২৭) এবং চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ব্যাংক কলোনি এলাকার মো. সোহান (২৭)।
জানা গেছে, বুধবার রাত সাড়ে এগারটার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট টোল রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।