চট্টগ্রাম সংবাদদাতা :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজের মেয়ের জামাইয়ের হাতে খুন হয়েছেন শাশুড়ি রশিদা বেগম। রবিবার সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষোখাইন পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত মেয়ে জামাই হেলাল উদ্দীন মানিক। নিহত রশিদা বেগম ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, রশিদা সম্পর্কে মানিকের ফুফু এবং দুই বছর আগে রশিদার মেয়ের সঙ্গে মানিকের প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মানিক ও তার স্ত্রীর মধ্যে নানা বিষয়ে পারিবারিক কলহ চলে আসছিল। এ কলহের জেরেই এ খুনের ঘটনা ঘটেছে। টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত কিছু ঝামেলা ছিল বলেও জানায় পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মানিককে ধরতে কাজ করছে পুলিশ।