দরিয়া নগর ডেস্ক
চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা ড্রাইভারকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের মূলহোতাসহ আরো দুইজনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া অটোরিকশাও।
গতকাল ১৬ অক্টোবর বাঁশখালীর চাপাছড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট ভোর ৫টার সময় চান্দগাঁও থানাধীন উত্তর চান্দগাঁও বণিকপাড়া বশির আহমদের দোকানের সামনে পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি অটোরিকশা চালক অঞ্জন ধর (৪০)-কে মারধর করে মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়। এর পর অঞ্জন ধরের স্ত্রী বাদী হয়ে চান্দগাঁও থনায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা রুজু হওয়ার পর চান্দগাঁও থানা পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করার পর অভিযান পরিচালনা করে গত ২ সেপ্টেম্বর হত্যাকাণ্ডে জড়িত আসামি রাজু আহম্মেদ রাজন (৩১) ও মো. আরিফ (২৮)-কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের আদালতের আদেশে ৩ দিনের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করলে তাদের নিকট পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানা পুলিশ।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলীসহ থানা পুলিশ টানা ৪৮ ঘন্টা অভিযানে হত্যাকাণ্ডে জড়িত অপর আসামি মো. রাসেল (৩০) ও রবি আলম (৩৯)-কে গতকাল ১৬ অক্টোবর জেলার বাঁশখালী থানাধীন চাপাছড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার কৃতদের দেওয়া তথ্য মতে নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদনগরের আমেনা বেগমের রিকশার গ্যারেজ থেকে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার কনে পুলিশের অভিযানিক দল।