দরিয়া নগর ডেস্ক
চট্টগ্রাম নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু করেছ চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ (২ অক্টোবর) বিকালে চট্টগ্রাম মহানগরীর রাজাখালী এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই, পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় বিক্রয় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মাসুমা আক্তার কণা।
অভিযানে ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করে অনুমোদন বর্হিভূতভাবে পলিথিন উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে এমন একটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। এছাড়া, সেখানে নীতিমালা বর্হিভূতভাবে উৎপাদিত ২ হাজার ১’শ ১০ কেজি পলিথিন জব্দ করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন, এসএসআই এর সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বাকলিয়া থানা পুলিশ।