চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের মীরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

২০ মার্চ বৃস্পতিবার রাত সাড়ে পৌনে ১টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ফেনি সদরের বিমল দেবনাথ (৪৫), সীতাকুণ্ডের গোলাবাড়িয়ার শাহিন উদ্দিন জাফর (২৫), হাতিয়া-শূন্যের চরের নূর নবী (২৪) ও কুমিল্লা ব্রাহ্মণ পাড়ার সাব্বির হোসেন (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত পৌনে ১টার দিকে ঢাক-চট্টগ্রাম মহাসড়কের গাছবাড়িয়া অংশে অভিযান চালায় মীরসরাই নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। এ সময় মহাসড়কে পাকা রাস্তার উপর থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ জনকে দেশীয় অস্ত্রসহ গেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

গেফতারকৃত ৪ জন আসামী করে অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়।