নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায় ছুরিকাঘাতে পিন্টু (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে কয়েকজন যুবক পিন্টুর ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বায়েজিদ বোস্তামী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, আমরা স্থানীয়দের থেকে খবর পেয়ে মেডিকেলে গিয়ে খোঁজখবর নিয়েছি। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব।