চট্টগ্রামে গুলি ছুঁড়ে টাকা লুট করার ঘটনায় এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে গুলি ছুঁড়ে টাকা লুট করার ঘটনায় এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সিএমপি। সোমবার রাতে বরগুনা জেলার কাঠবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর দামপাড়া পুলিশ লাইনের কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নগর পুলিশের উপ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন। তিনি জানান, গ্রেফতার মনসুর আহমেদ নগরীর পাহাড়তলীর দুলালাবাদ এলাকার জমির আহাম্মদের ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৩ আগস্ট রাত তিনটার দিকে নগরীর পাহাড়তলী বাজারের হেলালের ডিমের আড়তে অস্ত্র নিয়ে ঢুকে পড়েন মনসুর ও তার তিন সহযোগী। পরে দোকানের ক্যাশ থেকে তারা ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যান। যাওয়ার সময় তারা ফাঁকা গুলি ছোড়েন।

উপ কমিশনার রইছ উদ্দিন বলেন, ‘তাকে ছিনতাই মামলায় গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যমতে খুলশীর রেলওয়ে ক্যান্টিনের কালভার্টের পাশের একটি নালার মাটির নিচ থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়েছে।
২০১৮ সালের একটি খুনের মামলার প্রধান আসামি সে।পাহাড়তলী বাজারে একটি ডিমের আড়তে ঢুকে মাসুদ রানা নামে একজনকে খুন করে সে। টাকা লুট করতে বাধা দেওয়ায় তাকে খুন করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে সিএমপিতে সাতটি ও দেশের অন্যন্য জায়গায় নয়টি