নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের হাটহাজারীতে নুর উদ্দিন (৫০) নামের এ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলায় ধলই ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য খোকন জানান, এক ছেলে ও এক কন্যা সন্তানের পিতা নিহত নুর উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার দিন বিকালের দিকে স্থানীয়রা উল্লেখিত এলাকার কদল মহল চৌধুরী বাড়ির নুর উদ্দিনকে তার বাড়ির পেছনে পুকুর পাড়ের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।