দরিয়া নগর ডেস্ক
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর সিমেন্ট ক্রসিং এলাকার ‘সীম্যান্স হোস্টেল ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট’ মাঠে ইপিজেড সার্বজনীন বৌদ্ধ বিহার আয়োজিত কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন- নির্বাচিত সরকারের জনগণের কাছে দায়বদ্ধ থাকে এবং তাকে প্রতিদিন জনগণের কাছে জবাবদিহি করতে হয়। তাই জনগণের সমস্যার সমাধান দিতে নির্বাচিত সরকারই একমাত্র পথ।
নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন সংকট মোকাবেলায় বিএনপি সহযোগিতা করছে উল্লেখ করে আমির খসরু বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, নতুন ভাবনা-নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এটাকে সবাই মিলে কাজে লাগাতে হবে।
কিন্তু পতিত স্বৈরাচারী সরকার জনগণের ভোটাধিকার না দেওয়ার কারণেই স্বৈরাচার হয়ে উঠেছিল।