নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মহানগর ও জেলায় পৃথম ঘটনায় শ্রমিকদলের নেতাসহ একদিনেই খুন হন তিন জন। চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় সরফভাটা ইউনিয়নে আব্দুল মান্নান নামে এক শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। হত্যার কারণ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলতে না পারলেও বৃহস্পতিবার রাতে পারিবারিক এক অনুষ্ঠান থেকে মান্নানকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে জানায় নিহতের স্বজনরা।
এদিকে নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছে আকাশ ঘোষ নামের এক যুবক। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
বন্ধুদের দাবি, পাওনা টাকা চাইতে গিয়ে এ ঘটনা ঘটে, তবে স্বজনদের অভিযোগ বন্ধুর সাথে বিরোধের জেরে এ হত্যাকান্ড। ঘটনার সময় দূরে থাকা আকাশ ঘোষের বন্ধু ইমনের দাবি, অভিযুক্ত সানি ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন যুবক মিলে আকাশের ওপর হামলে পড়ে এবং তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া বুধবার ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং এলাকায় পিটিয়ে আহত হওয়া আব্দুল্লাহ আল মাসুদ নামে যুবক চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান।












