দরিয়া নগর ডেস্ক
বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতসহ চারটি স্থানে বসর্জন করা হয় প্রতিমা। এবার তিথির কারণে মহানবমী পূজার পরই একই দিনে দশমীর বিহিত পূজা অনুষ্ঠিত হওয়ার কারণে আজ শুধু বিসর্জনের আনুষ্ঠানিকতা করা হয়।
প্রতি বছরের মতো এবারো চট্টগ্রাম সিটি করপোরেশন পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের আয়োজন করেছে। পতেঙ্গা সমুদ্র সৈকতে ছাড়াও পাথরঘাটা গঙ্গাবাড়্যী এলাকার কর্ণফুলীতে, কালুরঘাট এলাকায় এবং কাট্টলী রানী রাসমনি ঘাটেও প্রতিমা বিসর্জন দেয়ার সুযোগ রয়েছে। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিমা বিসর্জনের অনুরোধ করেছে মহানগর পূজা উদযাপন পরিষদ।
এবার প্রতিমা বিসর্জনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে সিএমপি। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান,
দুপুর সাড়ে ১২টা থেকে প্রতিমা বিসর্জনের শুরু হয়। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেজন্য বিসর্জন দেয়ার স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এবার চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে ২ হাজার ৪৫৮টি মণ্ডপে। এরমধ্যে মহানগরে পূজামণ্ডপ ছিল ২৯৩টি।