চট্টগ্রামে অনুমোদনহীন কারখানায় র‌্যাবের অভিযান ; ১২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনবিহীন ও ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরির অপরাধে চট্টগ্রামে ওয়ান প্লাস নামের একটি কোম্পানিকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে নগরীর কদমতলীর সদরঘাট এলাকায় বিএসটিআই ও র‍্যাবের যৌথ অভিযানে এই জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আবু হাসান ও বিএসটিআই এর ফিল্ড অফিসার প্রকৌশলী মোও হাফিজুর রহমান।

র‍্যাব ৭ এর অধিনায়ক লে: কর্নেল হাফিজুর রহমান জানান, সরকারি প্রয়োজনীয় অনুমোদন না নিয়ে, মান যাচাই পরীক্ষা সম্পন্ন না করে কোম্পানীটি বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করছিল। এ ধরনের পণ্য অগ্নি নিরাপত্তার জন্য চরম হুমকি।

এ সময় বিএসটিআই এর অনুমোদনহীন পণ্য না কিনতে নাগরিকদের অনুরোধ জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।