চট্টগ্রামের সাতকানিয়ায় বন্দুক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রামের সাতকানিয়ায় একনলা বন্দুকসহ দুই জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে তিন রাউন্ড কার্তুজ, দুইটি রামদা ও একটি চাপাতিও উদ্ধার করা হয়।

বুধবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকায় অভিযান চালিয়ে সাইমন উদ্দিন (১৯) ও মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইমন উদ্দিন একই এলাকার নুরুল হক এবং মো. জাহাঙ্গীর আলম মৃত মোহাম্মদ হোসেনের পুত্র।

যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইমন ও জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খড়ের গাদা থেকে একটি একনলা বন্দুক এবং তিন রাউন্ড কার্তুজ, দুইটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃতরা থানা হেফাজতে রয়েছেন। সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে তাদেরকে আদালতের নিকট সোপর্দ করা হবে।