চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেতে গণপিটুনিতে দুই জন নিহত

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা :   

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত ও ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

গতকাল রাত ১০টার দিকে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেজাম উদ্দিন ও আবু ছালেক।

গুলিবিদ্ধ ৩ জনের পরিচয় এখনো জানা যায়নি। গুলিবিদ্ধদের চট্টগ্রাম মহানগরীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় প্রভাব বিস্তার বাড়াতে একটি পক্ষের হয়ে দলবল নিয়ে নিহত নেজাম মহড়া দিতে ছনখোলা এলাকায় যান। এর পর এলাকায় ডাকাত এসেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দিলে লোকজন ও এলাকার সাধারণ মানুষ গণপিটুনি দিলে ঘটনাস্থলে নেজাম ও আবু ছালেক নিহত হয়।

এসময় এলোপাতাড়ি গুলিতে ৩জন গুলিবিদ্ধ হয়। নিহতরা স্থানীয় রাজনীতিতে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তদন্ত করা হচ্ছে।