নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় দুই জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
অন্য সফর সঙ্গিরা জানান, নিহত জিহাদ ও রাকিবসহ কক্সবাজারের ঈদগাঁ থেকে তিনটি মোটরসাইকেলে চড়ে ছয় বন্ধু যাত্রা করেছিলেন সাজেকের উদ্দ্যেশে। কিন্তু চুনোতি এলাকায় রাতের অন্ধকারে হঠাৎ কক্সবাজারগামী একটি ডাম্পার ট্রাকের ধাক্কায় জিহাদ আর রাকিব মোটরসাইকেলসহ মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাদের দুই জনকে মৃত ঘোষনা করেন।
দোহাজারি হাইওয়ে পুলিশ জানায়, ঘটনার পর পালিয়ে যাওয়া মো. আমির উদ্দীন নামের ঘাতক ট্রাক চালক ও সহকারী জয়নাল আবেদিন জোবাইরকে আটক করা হয় এবং জব্দ করা হয় ট্রাকটিও।