নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের লোহাগাড়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আনন্দ মিছিলেই হঠাৎ মৃত্যু হয় উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম।
মঙ্গলবার বিকেলে উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসি এলাকা থেকে মিছিল সহকারে বটতলী স্টেশনে আসার পথে হঠাৎ ঢুলে পড়েন তিনি। সেখান থেকে নেতাকর্মীরা উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকদের সকল প্রচেষ্ঠা বিফলে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিবীদ। (ইন্না… রাজেউন)।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, সাড়ে ৫টার দিকে লোহাগাড়া সদরের একটি হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল (৫৫) বছর। তাঁর বাড়ি উপজেলার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ তেওয়ারিখিল এলাকায়। তিনি পদুয়া আইনুল উলুম ফাজিল মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় ও নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।