One arrested with drugs in Chattogram's Karnaphuli area: Two private cars seized.

চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে মাদকসহ আটক এক: দুইটি প্রাইভেট কার জব্দ

চট্টগ্রাম টেকনাফ

চট্টগ্রাম সংবাদদাতা ;

চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে ২৪ হাজার পিস ইয়াবা ও ৪৪ হাজার টাকাসহ ১ জন ইয়াবা কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

গতকাল ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে নগরীর কর্ণফুলী টানেল সংলগ্ন এলাকা থেকে টেকনাফ উপজেলার পশ্চিম লেদার মৃত আবুল কাশেমের ছেলে আবছার কামাল (৩৪)কে আটক করা হয়।

৭ ফেব্রুয়ারি শুক্রবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২ টায় কর্ণফুলী টানেল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্ত বিসিজি বেইস চট্টগ্রাম।

অভিযান চলাকালীন ২টি গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড অভিযানিক দল গাড়ি দুইটিকে থামার সংকেত দিলে তা অমান্য করে গাড়ি দুইটি গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড অভিযানিক দল ধাওয়া করে গাড়ি দুইটির মধ্যে একটি গাড়ি হতে মো. আবছার কামাল (৩৪) নামের এক জনকে আটক করতে সক্ষম হয়। অপর গাড়িটির চালক পটিয়া পাইকপাড়া এলাকার একটি মন্দিরের সামনে গাড়িটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়ি দুইটি তল্লাশি চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা এবং ৪৪ হাজার নগদ টাকা উদ্ধার করা হয় এবং গাড়ি দুইটি জব্দ করা হয়।

জব্দকৃত গাড়ি, ইয়াবা, নগদ টাকা ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন‌্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।