চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু- সন্তানের লাশ নিয়ে সড়কে পিতা

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যুতে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার (২১ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর পর শনিবার ভোর থেকে ওই শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এতে আনোয়ারা-বাঁশখালীসহ সড়কযোগাযোগ বন্ধ হয়ে গেছে দক্ষিণ চট্টগ্রামের একাংশ।

নিহত আরমান জাওয়াদ নামে তিন মাস বয়সী শিশুটি ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।মোহাম্মদ ইব্রাহীম জানান, গভীর রাতে হাতি কোরিয়ান ইপিজেডের ভেতরের পাহাড় থেকে নেমে তাদের বসতঘরে আক্রমণ করে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা তার সন্তান আরমান জাওয়াদ ঘটনাস্থলে মারা যায়। এছাড়া গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী খজিমা বেগম (৩০)কে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিক্ষুব্ধ জনতার অভিযোগ, কোরিয়ান ইপিজেডের ভেতরে বিভিন্ন অবকাঠামো নির্মাণের সময় পাহাড় কেটে হাতির আবাসস্থল নষ্ট করার কারণে হাতি যখন-তখন লোকালয়ে ঢুকে পড়ছে। হাতির আক্রমণে ইতোমধ্যে ওই এলাকায় অনেক প্রাণহানি ঘটেছে।
তারা এ পরিস্থিতির স্থায়ী সমাধান না পেলে সড়কেই অবস্থান করার ঘোষণা দিয়েছেন।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ জানান, ‘আমরা বিক্ষুব্ধ লোকজনকে বোঝানোর চেষ্টা করছি। প্রশাসন তাদের দাবির বিষয়টি দেখছে। কিন্তু রাস্তা থেকে না সরলে তো মানুষের দুর্ভোগ বাড়ছে। সেটা আমরা সমাধান করার চেষ্টা করছি।