কোস্ট গার্ডের অভিযান: আনোয়ারা থেকে ট্রলার ও দেশীয় অস্ত্রসহ আটক ৫

চট্টগ্রাম

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারার জুইদন্ডি খাল থেকে ১টি কাঠের বোট ও দেশীয় অস্ত্রসহ চোর চক্রের ৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার রাত পৌনে দুইটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১ নভেম্বর শুক্রবার রাত পৌনে দুইটার দিকে আনোয়ারার জুইদন্ডি খাল থেকে ছিঁচকে চোরের ১ টি গ্রুপ ইঞ্জিন চালিত ট্রলারে করে সাঙ্গু নদীর মোহনায় অবস্থানরত কনটেইনার বহনকারী চীনা পতাকা বাহি একটি বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে যাবে।

এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিসিজি স্টেশন সাঙ্গু। এসময়, কোস্ট গার্ড সদস্যরা সাঙ্গু নদীর মোহনা হতে রায়পুর ইউনিয়নস্থ দোভাষীর হাট এলাকার ছিঁচকে চুরির অন্যতম নেতা বাচ্চু মিয়া গ্রুপের ১ টি কাঠের ট্রলারসহ ৫ জন ছিঁচকে চোরকে আটক করতে সক্ষম হয়। বোটটিতে তল্লাশি চালিয়ে ৪ টি দেশীয় অস্ত্র, চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ৮ টি টুলস, ৮০ লিটার ডিজেল ও ৩ টি মোবাইল ফোন জব্দ করে কোস্ট গার্ড।