চকরিয়ায় পৃথক ঘটনায় ছুরিকাঘাত ও পিটিয়ে ২ যুবক খুন

চকরিয়া

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে ও পিটিয়ে দুই যুবককে হত্যা করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বদরখালী ইউনিয়নের ফুলতলা খাসপাড়ায় বড় ভাইয়ের ছেলের ছুরিকাঘাতে চাচা সিএনজি অটোরিকশা চালক হারুনুর রশীদ (৪৫) খুন হন। অন্যদিকে ভোরে মহাসড়কের মাতামুহুরি ব্রিজ এলাকায় পিটিয়ে হত্যা করা হয় গিয়াস উদ্দিন (৪৫) নামের এক গ্যারেজ মালিককে।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে হারুনুর রশীদের ভাগিনা খোকা চাচাকে বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নিহত গিয়াস উদ্দিনকে শুক্রবার রাত ২টার দিকে মোটরসাইকেলযোগে চিরিঙ্গা থেকে ফেরার পথে প্রতিপক্ষ তৌহিদের নেতৃত্বে কয়েকজন কারগাড়ি দিয়ে আটক করে। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে হত্যা করে মহাসড়কের মাতামুহুরি ব্রিজ এলাকায় ফেলে রাখা হয়। সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত হারুন বদরখালী ইউনিয়নের ছাবের আহমদের ছেলে এবং নিহত গিয়াস উদ্দিন কাকারা ইউনিয়নের গোলাম কাদেরের ছেলে।

গিয়াস উদ্দিনের স্ত্রী ও মা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় তৌহিদ ও তার সহযোগীরা গ্যাং তৈরি করে এলাকায় চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর প্রতিবাদ করায় পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, জমি বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।