চকরিয়ায় নোহার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চকরিয়া

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া নোহার ধাক্কায় নুরুল আজিম (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ফুলছড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আজিম রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বউঘাটা এলাকার মৃত হাজী সৈয়দ আহমদের ছেলে। আহত মুবিনা আক্তার নিহতের বড় ভাই নুরুল আলমের মেয়ে। তিনি খুটাখালীর থমতলার মামুনুর রশিদের স্ত্রী।

মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, নুরুল আজিম তার ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড-এস মোটরসাইকেল যোগে ভাতিজীকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এসময় কক্সবাজারগামী একটি নোহা পেছন থেকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরুল আজিমকে মৃত ঘোষণা করেন।

আহত মুবিনা বর্তমানে ঈদগাহ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর নোহা চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।