চকরিয়ায় নিখোঁজের ২১ ঘণ্টা পর নদী থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চকরিয়া

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের ২১ ঘণ্টা পর আয়েশা সিদ্দিকা এলি মণি (১১) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ কাকারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাতামুহুরি নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত এলি মণি ওই এলাকার মনছুর আলমের মেয়ে। সে দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজন হাসান উল্লাহ, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এলি মণিসহ কয়েকজন শিশু নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানির স্রোতে ভেসে যায়। সঙ্গে থাকা অন্যরা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে প্রথম দিন তাকে খুঁজে পায়নি।

এরপর শুক্রবার সকালে আবারও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান শুরু করলে দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে দক্ষিণ কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “শিশুটি নিখোঁজের পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা অনেক চেষ্টা চালিয়েছেন। অবশেষে নিখোঁজের ২১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।”

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।