কুতুবদিয়ায় ৪দিন ব্যাপী গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন 

কুতুবদিয়া
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় দুগ্ধ ঘাটতি দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের ৪দিন ব্যাপী গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। 
সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুতুবদিয়া উপজেলায় ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত উপজেলা পরিষদের হলরুমে ৪দিন ব্যাপী গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ। তিনি সমবায়ের মাধ্যমে কুতুবদিয়া উপজেলাকে “বাংলাদেশের নিউজিল্যান্ড” এবং “মিল্ক আইল্যান্ড” হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। 
মঙ্গলবার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ শরিফুল ইসলাম। 
 ৪দিন ব্যাপী এ প্রশিক্ষণে প্রধান রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রফিকুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা মোঃ জহির আব্বাস।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ওসমান গনির সার্বিক তত্ত্বাবধানে ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।