কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়ায় লবণের মাটে চাষকালে মাহিন্দ্রা ট্রাক্টরের লাঙলের ধারালো ফালে কাটা পড়ে মোহাম্মদ সাদিকুর রহমান রিয়াদ নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে লবণের মাঠে হালচাষ দেখতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় সে।
নিহত শিশু রিয়াদ উপজেলার লেমশিখালী ইউনিয়নের আনু মিয়াজীর পাড়ার মো.নুরুল হুদার ছেলে। ট্রাক্টরটি ওই ইউনিয়নের চৌমুহনী এলাকার রেজাউল করিম প্র. মিন্টুর মালিকানাধীন বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যার আগে লবণ মাঠের আইলে দাঁড়িয়ে মাহিন্দ্রা ট্রাক্টরের হালচাষ দেখছিল শিশু রিয়াদ। এসময় সামনে যাওয়া ট্রাক্টরটি আচমকা পেছনে চলে আসলে ওই শিশুটি ফালে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার নাড়িভুঁড়ি বেরিয়ে যায়।
এদিকে ওই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অদক্ষ গাড়ি চালককে দুষছেন স্থানীয়রা। তারা জানায় একাধিকবার সতর্ক করেও তাকে নিয়ন্ত্রণে আনা যায়নি।
আইনি প্রক্রিয়া শেষে রবিবার মাগরিবের নামাজের পর উত্তর লেমশীখালী আনু মিয়াজির জামে মসজিদ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।