কুতুবদিয়ায় মালেক শাহ (রা:) ২৫তম বার্ষিক ফাতিহা শরীফ সম্পন্ন 

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া হযরতুল আল্লামা শাহ আবদুল মালেক আল কুতুবী (রহ) এর ২৫তম বার্ষিক ফাতিহা শরীফ অনুষ্ঠিত হয়েছে।

সাগরের নানাবিধ সমস্যা উপেক্ষা করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কয়েক লাখ ভক্ত আশেকানদের উপস্থিতিতে মহাসম্মিলনে পরিণত হয়। এছাড়াও মাহফিলে দেশ বরেণ্য লেখক, গবেষক, বুদ্ধিজীবী, রাজনীতিকরা ফাতিহায় অংশ নেন।

এ সময় ভক্ত অনুরাগীরা বিভিন্ন অনূভুতি, হুজুরের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তারা জানিয়েছেন, দরবারের বৈশিষ্ট্য ও হুজুরের দেখানো পথে রাসুলের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালিত করতে চায়।

গত ১৭ ফেব্রুয়ারী থেকে সাংস্কৃতিক ও হিফজুল কোরআন প্রতিযোগীতার মাধ্যমে শুরু হওয়া তিনদিনব্যাপী এ মহা আয়োজনে বুধবার প্রধান ও শেষ দিবসে সকাল থেকে দেশের প্রত্যন্ত আলেমদের বিষয় ভিত্তিক আলোচনা, জিয়ারত, জিকির, মিলাদ কিয়াম ও তাবারুক বিতরণ অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানিয়েছেন, কুতুব শরীফ দরবারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শরিয়ত সম্মত কার্যক্রম। এখানে ঢোল, তবলা, গান,বাজনা ও সিজদার বিরোধী তারা সবসময় তৎপর। ভক্তরা ইবাদত বন্দেগীর মাধ্যমেই সময় পার করেন।তিনদিনে ৫-৭ লাখ মানুষের সমাগম হয়েছে বলে ধারণা করেছেন তারা।

শেষে গভীর রাতে হুজুরের সব শাহজাদাদের উপস্থিতিতে দরবারের পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল কুতুবীর সমাপনী ভাষণ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে ২৫তম ফাতিহা শরীফের সমাপ্তি ঘটে।