কুতুবদিয়ায় বেড়িবাঁধ ও উন্নয়ন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় আলী আকবর ডেইল ইউনিয়নের বেড়িবাঁধের ভাঙন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহাম্মদ সালাহ উদ্দীন। এ সময় তিনি বেড়িবাঁধের ভাঙনে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলায় তিনি ‘স্বাগতম কুতুবদিয়া উপজেলায়’গেইটের ফলক উম্মোচন করে শুভ উদ্বোধন,চারাগাছ বিতরণ,কুতুবদিয়া থানা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এসময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, সহকারী কমিশনার ভূমি মোঃ সাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ আবুছউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুসলিম উদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ফারহাদ মিয়া, রেঞ্জ কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক, জাইকার প্রতিনিধি জামাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।