কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ (১) ও জোসনা আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বড় মৌলভী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আব্দুল্লাহ কক্সবাজার পৌরসভার চরপাড়া এলাকার ইলিয়াসের ছেলে এবং জোসনা আক্তার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ি এলাকার কবির আহমদের মেয়ে।
স্থানীয় রফিকুল আলম দানু বলেন, “মো. ইলিয়াস ও তার স্ত্রী শুঁটকি শুকানোর কাজে এই এলাকায় আসেন। তাদের সঙ্গে ইলিয়াসের স্ত্রীর ভাইয়ের কন্যা জোসনাও ছিল। সকালবেলায় পুকুরের পাশে খেলার সময় আব্দুল্লাহ পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে জোসনা পানিতে নেমে গেলে সেও ডুবে যায়।”
তিনি জানান, স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, “দুই শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”












