কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুতুবদিয়া

‎কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

‎উপকূলীয় জনপদ কুতুবদিয়ায় শিশুদের পানিতে পড়ে মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

‎সভায় কোস্ট ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী জিয়াউল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।

‎এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আ.স.ম শাহারিয়ার চৌধুরী, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সিকদার, কৈয়ারবিল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিগারুন নাহার, লেমশীখালী ইউপি প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু এবং ফ্লাইট লেফটেন্যান্ট কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শমসের নেওয়াজ মুক্তা।

‎সভায় বক্তারা বলেন, কুতুবদিয়া নদী ও পুকুর পরিবেষ্টিত এলাকা হওয়ায় প্রায়ই শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে। এমনিতেই দ্বীপের চারপাশে সাগর। তারওপর ঘরে ঘরে অরক্ষিত পুকুর।

‎কোস্ট ট্রাস্টের পক্ষ থেকে দ্বীপের অরক্ষিত পুকুরগুলোতে বেড়া দেওয়াসহ কমিউনিটির বড় বড় বেশ কিছু পুকুর খনন পূর্বক নিরাপদ ব্যবহার উপযোগী করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

‎অভিভাবকদের সচেতনতা, শিশুদের সাঁতার শেখানো এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার মাধ্যমে এ ধরনের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

‎তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হাসান বলেন, পিতা মাতার অবহেলাই শিশু মৃত্যুর অন্যতম কারণ। যে শিশুর জন্মই হয় অবহেলায় সেই শিশুর প্রতি অভিভাবকের দরদও থাকে কম। তাই জন্ম নিয়ন্ত্রণের প্রতি গুরুত্ব দেন তিনি। তাঁর সাথে একমত পোষণ করে উক্ত বিষয়ে কার্যকর প্রকল্প হাতে নেওয়ার জন্য পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

‎এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দফতর, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মতামত প্রদান করেন।