কুতুবদিয়ায় জোয়ারে প্লাবিত দুর্গতদের পাশে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় সাম্প্রতিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পরিবার। এ অবস্থায় মানবিক সহায়তায় এগিয়ে এসেছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন।

সাগরের উত্তাল জোয়ারে কুতুবদিয়ার বেশ কয়েকটি এলাকায় বেড়িবাঁধ ভেঙে যায়। হঠাৎ করে জোয়ারের পানি ঢুকে পড়ে গ্রামে, আলী আকবর ডেইল, কৈয়ারবিল, দক্ষিণ ধূরুং, উত্তর ধূরুং ইউনিয়নের বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, উঠান ও রাস্তাঘাট।

ভোগান্তিতে পড়েন শত শত পরিবার। খাবার, বিশুদ্ধ পানি আর দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হয় স্থানীয়দের।

মানবিক এই সংকটময় মুহূর্তে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন কুতুবদিয়া উপজেলা শাখা।

সংগঠনের উপদেষ্টা ফয়সাল আমিনের পক্ষ থেকে দুর্গত পরিবারের মাঝে বিতরণ করা হয় চাউল, ডাল, তেল,পিঁয়াজ, আলু লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন কুতুবদিয়া উপজেলা শাখার সদস্য সচিব ফজল করিম বলেন, আমরা সবসময়ই মানুষের পাশে থাকার চেষ্টা করি। কুতুবদিয়ার এই দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব মনে করেছি। তাই স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল আমিনের সহযোগিতায় প্রায় ২৫০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সচেতন ও মানবিক উদ্যোগে যদি সবাই এগিয়ে আসে, তবে দুর্যোগেও কমে আসবে কষ্ট। এমন প্রত্যাশা স্বপ্ন যাত্রী ফাউন্ডেশন কুতুবদিয়ার উপদেষ্টা ও কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক কাইছার আলমের।

খাদ্য সামগ্রী বিতরণে কবি জসিম উদ্দিন উচ্চ বিদযালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, স্বপ্ন যাত্রী ফাউন্ডেশন কুতুবদিয়া শাখার উপদেষ্টা মাস্টার কাইচার আলম,সাংবাদিক আবুল কাশেম,সদস্য সচিব ফজল করিম, সদস্য মেহেদি, মোঃ হেফাজ, মাইমুন, রাসেল, টিপু,রিদুয়ান,সাইফুল । স্বপ্নযাত্রী মহেশখালী শাখার অর্থ সম্পাদক রহিম, সদস্য শফিউল ও মোস্তাফিজ। এতে আরো উপস্থিত ছিলেন কুতুবদিয়া স্বেচ্ছাসেবী সমন্বয় ফোরামের সদস্য – রুবেল,সায়েম,ওরমেন ও আরিফ।