কুতুবদিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ায় এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে গৌরবময় ফলাফলের জন্য কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি ক্যথোয়াইপ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন এবং কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন।

স্কুলের সহকারী শিক্ষক মো: মুছা শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. ফরহানুল হাসান।

এতে অভিভাবকদের পক্ষে জাহান আলম,জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে ফারিয়াত ইসলাম ফাহিম, ১০ম শ্রেণী শিক্ষার্থীদের পক্ষ থেকে নাফরোজা সোলতানা এলচি,আফরোজা সোলতানা রাফি বক্তব্য রাখেন।

অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

প্রধান অতিথি ইউএনও বলেন, “আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাদের জন্য সমাজ, শিক্ষক ও অভিভাবকদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।