কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ“ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী,আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে শনিবার সকাল ১০টায় শুরুতে উপজেলা চত্বর থেকে এক র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
উক্ত আলোচনা সভায় উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিন, উপজেলা ক্লাস্টার কর্মকর্তা কামাল উদ্দিন,ধূরুং মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি মিজবাহুল আলম, বড়ঘোপ দুগ্ধ সমবায় সমিতির সদস্য রেজাউল করিম, উপজেলা নির্মাণ শ্রমিক সমবায় সমিতির সভাপতি নেজাম উদ্দিন, উপজেলা রিক্সা সমবায় সমিতির সাবেক সভাপতি রমিজ উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সমবায়ীবৃন্দ অংশগ্রহন করেন।