কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন  দিবস পালিত 

কক্সবাজার
কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:
“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই স্লোগানে সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 
রবিবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। 
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন কুতুবদিয়া ফায়ার সার্ভিস।
মহড়া পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ জামাল উদ্দিন, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, উপজেলা সিপিপির টিম লিডার (ভারপ্রাপ্ত) ওসমান গনি, দক্ষিণ ধূরুং ইউনিয়ন টিম লিডার মাস্টার ফরিদুল আলম বক্তব্য রাখেন। 
এসময় বক্তারা বলেন, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া থেকে শিক্ষা নিয়ে দুর্যোগকালীন সময়ে কাজে লাগাতে হবে। তাহলেই আমরা বিগত সময়ের মত সম্ভাব্য এ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হবো। সেজন্য অবশ্যই সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানানো হয়।
উক্ত র‌্যালী ও আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সিপিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।