কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে কুকুর বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়ে মোহাম্মদ আনিছ (২৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনিছ উপজেলার পিএমখালী ইউনিয়নের মৃত ইউসুফ আলীর ছেলে। রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স বলেন, “কক্সবাজারমুখী একটি ট্রাক জোয়ারিয়ানালা বাজার অতিক্রম করছিল। এ সময় একটি কুকুর হঠাৎ গাড়ির সামনে চলে আসে। চালক কুকুরটি বাঁচাতে ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়েন আনিছ।’’
ওসি নাছির উদ্দিন বলেন, ‘‘ট্রাকচাপায় গুরুতর আহত আনিছকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’