কিয়ারাকে নিয়ে হাসপাতালে সিদ্ধার্থ, আজই মা হতে পারেন অভিনেত্রী

বিনোদন

বিনোদন ডেস্ক

বলিউড তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার ঘর আলো করে কি আজই আসতে চলেছে নতুন অতিথি? শনিবার (১২ জুলাই) সকালে তারকা দম্পতিকে মুম্বাইয়ের এক হাসপাতালে দেখা যেতেই এমন গুঞ্জন শুরু হয়েছে নেটপাড়ায়।

চলতি বছরের শুরুতেই সন্তান আগমনের সুখবর জানিয়েছিলেন এই তারকা দম্পতি। সোশাল মিডিয়ায় একজোড়া ছোট্ট সাদা রঙের মোজা হাতে নিয়ে ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আমাদের জীবনে নতুন অতিথি আসছে।’

এরপর থেকেই মাঝেমধ্যে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিতেন কিয়ারা। তবে প্রতিবারই স্ত্রীকে আগলে রাখতেন সিদ্ধার্থ।

শনিবারও তার ব্যতিক্রম হয়নি। ছাতা দিয়ে স্ফীতোদর কিয়ারাকে আগলে নিয়ে হাসপাতালে ঢোকেন সিদ্ধার্থ। সঙ্গে ছিলেন কিয়ারার বাবা। পাপারাজ্জিদের ক্যামেরা এড়ানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যমের দাবি- ইতোমধ্যেই হাসপাতালে জড়ো হয়েছে দুই পরিবারের সদস্যরা। হয়তো আজই সন্তানের মা হতে পারেন অভিনেত্রী।

এদিকে অনুরাগীরা আশায় রয়েছেন, খুব শিগগিরই নতুন সদস্যের আগমনের সুখবর পাবেন তারা।

উল্লেখ্য, ২০২৩ সালে বিয়ের পর এ বছরই প্রথম সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ। অন্তঃসত্ত্বা হওয়ার পর সিনেমার কাজ থেকে ছুটি নিয়ে মাতৃত্বের এই নতুন যাত্রা উপভোগ করছেন কিয়ারা। কিছুদিন আগেই কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটতে দেখা যায় তাকে। এখন দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় দিন গুনছেন তারকা দম্পতি এবং তাদের অনুরাগীরা।

এনএইচ