কক্সবাজার প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। তিনি ওই আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। এর আগে সোমবার (৩ নভেম্বর) প্রার্থী তালিকা প্রকাশের সময় এই আসনের নাম পরে জানানো হবে বলে উল্লেখ করেছিলেন তিনি।
দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার–২ আসনে ১৯৯৬ সালে ধানের শীষ প্রতীক নিয়ে প্রথমবার নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থী সিরাজুল মোস্তফাকে ১২ হাজার ভোটে পরাজিত করে সাংসদ হন আলমগীর ফরিদ।
২০০১ সালের নির্বাচনে আরও বড় ব্যবধানে জয় পান তিনি। আওয়ামী লীগ প্রার্থী ফরিদুল ইসলাম চৌধুরীকে ৫৪ হাজারের বেশি ভোটে হারিয়ে নির্বাচিত হন।
এদিকে একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদকে প্রার্থী ঘোষণা করেছে। ফলে মহেশখালী–কুতুবদিয়ায় এবার ভোটের লড়াই জমবে বলে মনে করছেন স্থানীয়রা।












