কক্সবাজার প্রতিনিধি
আজ ১২ ডিসেম্বর, পর্যটনশহর কক্সবাজার হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এদিন শহরের শহীদ দৌলত ময়দানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলাটি আনুষ্ঠানিকভাবে হানাদারমুক্ত ঘোষণা করা হয়।
জেলা প্রশাসন প্রতিবছর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করলেও এবার কোন আয়োজন নেই বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।
মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার-বান্দরবান অঞ্চলের অধিনায়ক ক্যাপ্টেন (অব.) আবদুস ছোবাহান তাঁর ‘মুক্তিযুদ্ধে কক্সবাজার-বান্দরবান’ গ্রন্থে উল্লেখ করেন- ১২ ডিসেম্বর সকালে বীর মুক্তিযোদ্ধাদের চারটি গাড়িবহর ‘জয় বাংলা’ ধ্বনি তুলে শহরে প্রবেশ করলে উচ্ছ্বাসে ফেটে পড়ে কক্সবাজারের মানুষ। সেই দিন সকাল ১০টায় শহরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করে মুক্তিযোদ্ধারা কক্সবাজারকে হানাদারমুক্ত ঘোষণা করেন।
গ্রন্থটিতে ক্যাপ্টেন ছোবাহানের বক্তব্যের উদ্ধৃতি হিসেবে লেখা হয়েছে- ‘আপনারা যাদের হারিয়েছেন তাদের জন্য মন খারাপ করবেন না। বরং তাদের নিয়ে গর্ববোধ করুন। তারা স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন। তাদের তাজা রক্তের বিনিময়ে আজ পাকহানাদারমুক্ত আমাদের কক্সবাজার, বাঙালিদের কক্সবাজার।’
ওই দিনের অনুষ্ঠানে ক্যাপ্টেন (অব.) আবদুস ছোবাহান, মোজাফফর আহমদ, কামাল হোসেন চৌধুরীসহ সে সময়ের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।












