কক্সবাজার শহরে হেল্প লাইনে ফোন করে বন্ধ হল বাল্যবিয়ে

কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদরে ১০৯ ন্যাশনাল হেল্প লাইনে ফোন করার পর অভিযানে নেমে একটি বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে শহরের ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ায় শহর সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
শহর সমাজসেবা কর্মকর্তা সাজিয়া আফরিন বলেন, “স্থানীয় সচেতন লোকজন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে হেল্পলাইন ১০৯–এ ফোন করলে বিষয়টি প্রশাসনকে জানাই। এরপরই তৎপর হয় প্রশাসন।”
কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা আক্তার বলেন, “অভিযান শেষে মেয়ে ও ছেলের অভিভাবকদের কাছ থেকে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়। বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”