কক্সবাজার প্রতিনিধি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন–১ শাখা থেকে জারি করা এক সরকারি আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
পত্রে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি, আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চালুর আগে কোনো নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট বা জরুরি (ইমারজেন্সি/ডাইভারশন) ফ্লাইটের জন্যও এই বিমানবন্দর ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।
এদিকে শিডিউল ফ্লাইট চলাচল স্থগিত হওয়ায় কক্সবাজারবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহলের অভিমত, দীর্ঘ প্রতীক্ষার পর একটি স্বপ্ন বাস্তবায়নের পথে এগোতে গিয়েই তা থমকে গেল। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক খবর। আমরা আশা করি, খুব শিগগিরই কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল শুরু হবে।












